
ভারতের দিল্লিতে এক পরিবারের পুরো ৩১ জন সদস্যই করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় দিল্লির জাহাঙ্গীরপুরি এলাকাটিকে হটস্পট ঘোষণা করেছে দিল্লি রাজ্য সরকার। এ নিয়ে রাজধানীর ৭১টি এলাকাকে হটস্পট ঘোষণা করলো ওই দেশের প্রশাসন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আক্রান্তদের সবাইকে নারেলার সেল্ফ-আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।
এর আগে ৮ এপ্রিল ওই পরিবারেরই এক নারীর মৃত্যু হয়। পরে পরীক্ষা করে জানা যায়, ওই নারী কোভিড-১৯ পজিটিভ ছিলেন। তার পরিবারের সব সদস্যের থেকে নেয়া নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার তাদের মধ্যে ৩১ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আরও জানা গেছে, জাহাঙ্গীরপুরিতে পাশাপাশি বাড়িতে থাকতেন তারা। তাদের প্রতিবেশী বেশ কয়েকজনের শরীরেও মিলেছে করোনাভাইরাস।
দিল্লির হটস্পটের মধ্যে দক্ষিণ দিল্লির নিজামুদ্দিন এবং মার্কাজ মসজিদ অন্যতম।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.