বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : আসন্ন বিশ্বকাপকে ঘিরে অংশগ্রহণকারী দলগুলো শুরু করেছে প্রস্তুতি। চলছে শেষ সময়ের পরিকল্পনা। বাংলাদেশ-শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া এরই মধ্যে তাদের বিশ্বকাপ জার্সি প্রকাশ করেছে। এবার সেই তালিকায় নাম লেখাল আফগানিস্তান।
বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার ভারতের দিল্লির এক ফাইভস্টার হোটেলে জার্সি উন্মোচন করেন প্রধান নির্বাচক ও দলীয় প্রধান। অনুষ্ঠানে প্রধান নির্বাচক আহমাদজাই বলেন, ‘আমরা হয়তো এমন এক দল যারা সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ নয়। কিন্তু আমরা বাস্তবিকভাবেই সেমিফাইনালে পৌছাতে চাই।’
‘একই সাথে আফগানিস্তানের হার্ড হিটার ব্যাটসম্যান আছে দারুন ফাস্ট বোলারও আছে। ২০১৫ সালের দল থেকে অনেকেই চোটে পড়েছেন তবে রশিদ (খান) অনেক অভাবই পূরণ করতে পারবে। আমরা আমাদের প্রথম শ্রেনীর ক্রিকেটের দিকে নজর দিয়েছি। এই মুহূর্তে আমাদের ৫ লক্ষ ক্রিকেটার আছে যারা রশিদ খানের মতো খেলতে চায়।’
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.