বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : সাউদাম্পটনে বিশ্বকাপের ৩১তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬২ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ দল।
টস হেরে ব্যাট করতে নামা টাইগারদের এদিন ইনিংস উদ্বোধন করতে দেখা যায় তামিম ইকবালের সাথে লিটন দাসকে। ইনিংসের পঞ্চম ওভারে মুজিবের বলে থার্ড আম্পায়ার আলিম দারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়ে ফিরে যান লিটন দাস। প্যাভিলিয়নে ফেরার আগে ১৭ বলে ১৬ রান আসে তার ব্যাট থেকে।
আরেক ওপেনার তামিম ইকবাল ৫৩ বলের মোকাবেলায় ৩৬ রান করে নবীর বলে বোল্ড হয়ে পথ ধরেন সাজঘরের। তৃতীয় উইকেট জুটিতে সাকিব-মুশফিক মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৫৯ রান। এই জুটি ভাঙে ৫৯ বলে ৫১ রান করে সাকিব ফিরে গেলে। অপরপ্রান্তে থাকা উইকেটরক্ষক মুশফিকুর রহিম ব্যাট চালাতে থাকেন দেখেশুনে।
মাহমুদউল্লাহ রিয়াদ স্বল্প সময় সঙ্গ দিলে ইনিংস সর্বোচ্চ ৮৭ বলে ৮১ রান করে দৌলত জাদরানের বলে সাজঘরে যান তিনি। শেষের দিকে ফিনিশিংয়ের কাজটা করেন একাদশে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। ইনিংসের শেষ বলে আউট হবার আগে ২৪ বলে খেলেন ৩৫ রানের ঝড়ো ইনিংস।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.