বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : আফগানিস্তানে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ২৬ জন সরকার সমর্থক মিলিশিয়া নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
স্থানীয় সময় শনিবার দেশটির বাঘলান প্রদেশের নাহরিন জেলার এক নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে জঙ্গিরা তাদের হত্যা করে।
বাঘলান পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
তালেবানের কর্মকর্তারা এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তাদের যোদ্ধারা ২৮ জন মিলিশিয়াকে হত্যা করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.