বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিন মার্কিন সেনা এবং এক ঠিকাদার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
সোমবার রাজধানী কাবুলের উত্তরে বাগরামে অবস্থিত মার্কিন ঘাঁটির কাছে এ ঘটনা ঘটে। ন্যাটো জোটের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চলতি বছরে আফগানিস্তানে মোট সাতজন মার্কিন সেনা নিহত হলো। এর মধ্যে গত মার্চ মাসে দুই মার্কিন সেনা নিহত হয়। দেশটিতে ১৪ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।
এদিকে, ওই হামলার দায় স্বীকার করেছে তালেবান। একই সঙ্গে ওই হামলাকে আত্মঘাতী গাড়িবোমা হামলা বলেও উল্লেখ করা হয়েছে। সূত্র : বিবিসি, রয়টার্স
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.