ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
গতকাল ২৭ অক্টোবর ২০১৯ রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন
আবাসিক হল পরিদর্শন করেছেন। শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে
উপাচার্য বিভিন্ন হলের গণরুমে যান এবং তাদের সঙ্গে মতবিনিময়
করেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের
উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ক্রমান্বয়ে শিক্ষার্থী সংখ্যা
বেড়েছে। তবে সে অনুপাতে আবাসন সুবিধা বাড়েনি। বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ আবাসন সংকট নিরসনসহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা
সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। উপাচার্য হলসমূহে খাবারের মান
উন্নয়ন এবং লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি হল প্রশাসনের প্রতি
আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.