আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য মানুষের কাছে গিয়ে আমাদের আহ্বান জানাতে হবে। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ সম্পর্কে মানুষকে বুঝাতে হবে। এই লড়াই চিরন্তন, এই লড়াই চলতেই থাকবে। আমাদের পিছু হটার সুযোগ নেই।’
শনিবার (৫ আগস্ট) কলাবাগান ক্রিড়াচক্র মাঠ প্রাঙ্গণে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
’৭৫-এর খুনিদের বিরুদ্ধে আওয়ামী লীগের আন্দোলন- সংগ্রাম চলতেই থাকবে উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে শান্তির স্বপক্ষের সংগ্রাম সব সময় চলবে। যেকোনও মূল্যে আমাদের গণতন্ত্রকে আমরা রক্ষা করবো। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, মানুষ যাতে তাদের ভোট দিতে পারে, তার জন্য আমাদের অনেক দায়িত্ব ও কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘শহীদ শেখ কামাল ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, ছাত্রলীগের সোনালী অর্জন। তিনি সব সময় অবিভক্ত ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে বেড়াতেন। ছাত্রলীগকে সংগঠিত করার জন্য কাজ করতেন। তিনি একজন মেধাবী ছাত্র এবং ভালো ক্রিড়া সংগঠক ছিলেন। তিনি নিজেও সব সময় খেলাধুলায় অংশগ্রহণ করতেন।’
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দেবাশীষ বিশ্বাস, আব্দুল আলীম বেপারী, সালেহ মোহাম্মদ টুটুল, কাজী মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, আ ফ ম মাহাবুবুল হাসান মাহাবুব, দফতর সম্পাদক আজিজুল হক আজিজ.ঢাকা মহানগর দক্ষিণে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.