বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ৮ ম্যাচে খুলনা টাইটান্সের জয় মাত্র একটি। সাত দলের মধ্যে সবার তলানিতে খুলনা। দলের এমন খারাপ অবস্থায় বেশ হতাশ অধিনায়ক মাহমুদউল্লাহ।
মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে হতাশায় নুয়ে পড়া মাহমুদউল্লাহ বললেন, ‘এর চেয়ে হয়তো খারাপ (কাগজে-কলমে) দল নিয়েও আমরা ভালো খেলেছি। এবার আগের চেয়ে ভালো দল নিয়েই আমরা মাঠে নেমেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ফল পাইনি। আপনারা হয়তো কাগজে-কলমে খুলনাকে এগিয়ে না রাখলেও আমি মনে প্রাণে বিশ্বাস করি এই দলটির সেরা চারে খেলার সম্ভাবনা ছিল। আমি হয়তো ভালো লিড করতে পারিনি, ফ্র্যাঞ্চাইজি যতখানি আশা করেছে আমার কাছ থেকে আমি দিতে পারিনি। দোষটা মূলত আমার।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমি যত বছর ধরে বিপিএল খেলছি, এত বড় তারকার দল নিয়ে খেলেনি। সব সময় অ্যাভারেজ দল নিয়ে খেলেছি। আমাদের দলে এবার দেশি, বিদেশি মিলিয়ে দারুণ কিছু খেলোয়াড় ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো বিভাগই একসঙ্গে ক্লিক করেনি। ব্যাটিং ভালো হলে বোলিং ভালো হয়নি, বোলিং ভালো হলে ব্যাটিং ভালো হয়নি। এই কারণেই আমরা রেজাল্ট পাইনি।’
উল্লেখ্য, বিপিএলে এখন পর্যন্ত খেলা তিন আসরের দুটিতেই খুলনা পৌঁছেছে শেষ চারে। কিন্তু চলতি আসরে এই দলের পরের রাউন্ডে খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.