চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আরিফ উল্লাহ সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত এই পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
পৌরসভার ১৬টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফল অনুসারে নৌকা প্রতীকের প্রার্থী আরিফ উল্লাহ সরকার পেয়েছেন ১২ হাজার ৬৮৯ ভোট। অন্যদিকে নারিকেল গাছ প্রতীক নিয়ে নুরুল হক সরকার পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট। অর্থাৎ নিকটতম প্রার্থীর থেকে আরিফ ৬ হাজার ৫৯৩ ভোট বেশি পেয়ে জয়যুক্ত হয়েছেন।
এই নির্বাচনে মেয়র পদে অন্য দুই প্রার্থী ছিলেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. সেলিম মিয়া এবং মোবাইল ফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ওয়াদুদ মাস্টার।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর প্রার্থী ৫১ জন।
নির্বাচিত তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর হলেন : ১, ২ ও ৩নং ওয়ার্ডে সালমা পাটোয়ারী (চশমা), ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে আকলিমা বেগম (আনারস) এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে নুরুন নাহার (আনারস)।
নির্বাচিত সাধারণ কাউন্সিলররা হলেন : ১নং ওয়ার্ডে সবুজ মিয়া, ২নং ওয়ার্ডে মো. হারিছ খান, ৩নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ডে মো. শাহজালাল মুফতী, ৫নং ওয়ার্ডে আব্দুল মান্নান বেপারী, ৬নং ওয়ার্ডে আমান উল্লাহ সরকার, ৭নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ডে শাহজাহান মোল্লা এবং ৯নং ওয়ার্ডে বোরহান উদ্দিন।
এবারই প্রথম এ পৌরসভার নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হয়। পৌরসভার ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৩৩৪ জন। ভোটকেন্দ্র ছিল মোট ১৬টি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.