আশিক সরকারঃ ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী ও আংশিক কদমতলী) আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা এমপির মৃত্যুতে শোক জানিয়েছে যাত্রাবাড়ী থানা ছাত্রলীগ পরিবার, এই সময় যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুর রহমান শুভ তিনি বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সবাইকে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে বলেন।
বুধবার (৬ মে) সকাল ৯ টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে তিনি বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন।
হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল এতথ্য নিশ্চিত করেন।
হাবিবুর রহমান মোল্লা সবশেষ ২০১৮ এর নির্বাচনে ঢাকা-৫ আসনে নৌকার প্রতীক নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.