হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ চট্টগ্রামে আনা হয়েছে। অ্যাম্বুলেন্সযোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মরদেহটি হাটহাজারী দারুল উলুম মাদরাসায় এসে পৌঁছে।
গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ।
দৈনিক আমার সংবাদ প্রতিনিধির কাছে তিনি জানান, পরিবারকে দেখানো শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহটি মাদরাসার মাঠে রাখা হয়েছে।
জোহরের নামাজের পর জানাজা শেষে মাদরাসার পাশের মাকবারায়ে হাবিবিয়াতে তাকে দাফন করা হবে।
এদিকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা শাহ আহমদ শফী।
এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সন্ধ্যার আগে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আল্লামা শফীর মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.