বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : টুইটে ক্ষোভ প্রকাশ করলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। সম্প্রতি বাগডোগরা থেকে কলকাতা ফিরছিলেন কিংবদন্তি এই গায়িকা। তার সঙ্গে অনেকেই ছিলেন। কিন্তু এমন কিছু ঘটে এই যাত্রাপথে, যা তাকে এই টুইটটি করতে বাধ্য করে। টুইটে একটি ছবি দিয়েছেন আশা। তাতে দেখা যাচ্ছে, একটি লাউঞ্জে তিনি বসে রয়েছেন। তার সঙ্গে চার জন যুবক। আশা অবাক বিস্ময়ে দেখছেন চার যুবকের কর্মকাণ্ড!
তারা চার জনেই মোবাইলে ব্যস্ত। আশা লিখেছেন বাগডোগরা থেকে কলকাতা... কী ভালো সঙ্গ কিন্তু তাও কথা বলার কেউ নেই। ধন্যবাদ আলেকজান্ডার গ্রাহাম বেল। লক্ষ্যণীয়, আশার হাতে কোনো মোবাইল ফোন ছিল না। মোবাইল আমাদের জীবনে কতটা প্রভাব ফেলেছে, এই কথাই বলতে চেয়েছেন আশা। আর সেই কারণেই টেলিফোনের আবিষ্কর্তার নাম উঠে এসেছে তার টুইটে। আশার মতো কিংবদন্তিকে সামনে পেয়েও মোবাইল ঘাটতে ব্যস্ত এই চার যুবককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। আশার এই টুইট এই মুহূর্তে ভাইরাল।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.