পরিক্রমা ডেস্ক : আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)- এর মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে বিসিসি ভবনে সোমবার, ০৯ অক্টোবর ২০২৩ইং। আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী ও বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের উপস্থিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান ও বিসিসির পরিচালক (গবষেণা, উদ্ভাবন ও উন্নয়ন) এ কেম এম শাহনেওয়াজ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
এই এমওইউ এর ফলে উভয় প্রতিষ্ঠান গবেষণা, উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে তথ্য আদান প্রদান করবে। ফলে উভয় প্রতিষ্ঠান উপকৃত হবে।
আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. সারওয়ার মোর্শেদ, সেন্টার অফ এক্সিলেন্স-এর ডিরেক্টর প্রফেসর ড. এমতিয়াজ আহমেদ চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শাহরিয়ার মাহবুব ও বিসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.