ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় ৬২৭ জনের মৃত্যু হয়েছে। গড়ে আড়াই মিনিটে সেখানে একজনের মৃত্যু হচ্ছে।
এরই মধ্যে দেশটিতে ওষুধ সঙ্কট এবং মেডিকেলের সরঞ্জামাদির স্বল্পতা দেখা দিয়েছে। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়েই চলেছে।
গত বৃহস্পতিবার দেশটিতে রেকর্ড সংখ্যক মৃত্যুর পরদিনই ৬২৭ জন জন মারা গেল। এতে করে ইতালিতে মোট মৃতের সংখ্যা চার হাজার ৩২ জনে ঠেকেছে। এদিকে সবমিলিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এরই মধ্যে ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে, বিশ্বের একশ ৬৬টি দেশে দুই লাখ ৬০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। তার মধ্যে ৮৭ হাজার মানুষ সুস্থ হয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.