আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি যে নেতাকর্মী নিয়ে সমাবেশ করেছে, তাদের নিয়ে আওয়ামী লীগের মোকাবিলা সম্ভব নয়।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।
মায়া চৌধুরী বলেন ‘বিএনপি নিজেরা নিজেরা মারামারি করে, পুলিশের ওপর হামলা করে; ১৫ মিনিটে নয়া পল্টন সাফ। যারা ১৫ মিনিট আন্দোলন করতে পারে না তারা করবে শেখ হাসিনার পতন! তারা পুলিশকে আক্রমণ করে প্রধান বিচারপতির বাড়িতে ঢুকতে চেয়েছিলো। কিন্তু পারেনি। এই ধরনের নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগকে মোকাবিলা করা সম্ভব না। ছাত্রলীগ ছেড়ে দিলেই তো তারা পালানোর পথ পাবে না। বেশি বারাবাড়ি করবেন না।’
তিনি আরো বলেন, আমরা এক ছাত্রলীগকে ছেড়ে দিলেই কোনো সন্ত্রাস থাকবে না। আর যুবলীগের কথা বলবো না। যুবলীগ মৌমাছি। পানির নিচে গেলেও সন্ত্রাস ধরে নিয়ে আসবে। সেখানে গিয়েও কামড় দিবে ইনশাআল্লাহ। আরো আছে, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অনেক কিছু আছে। মুক্তিযোদ্ধা ভাইয়েরা আছে। সবাই মাঠে নামলে পালাবার পথ পাবে না।
তিনি বলেন, শেখ হাসিনা আগামী নির্বাচনের পূর্ব পর্যন্ত সরকার প্রধান থাকবেন। প্রধানমন্ত্রী থাকবেন। পদত্যাগ করার কথা বলেন? আপনারা (বিএনপি) ঢাকা ছেড়ে চলে গেছেন, কোন খোঁজ খবর নাই।
তিনি বলেন, আজকে আওয়ামী লীগ শুধু একটু চুলকানি দিসে তাই এই অবস্থা। আর যদি নেতাকর্মীদের মাঠে নামার ডাক দেয়, তাহলে তো বিএনপি-জামায়াত বাংলাদেশে থাকবে না। বেশি বাড়াবাড়ি করবেন না।
বক্তব্যকালে নেতাকর্মীদের একাংশ স্লোগান শুরু করেন। অনেকে আবার লাঠিসোঁটা উঁচিয়ে ধরেন। পরে নেতাকর্মীদের মায়া বলেন, ‘এখন নামান, কালকা (আগামীকাল) লাগব।’
একই সময় সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য পুলিশকে ধন্যবাদ জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে মঞ্চে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহাবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, বিএমএ মোজাম্মেল হক, অ্যাডভোকেট আফজাল হোসেন, আহমদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিনাল কান্তি দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, উপর প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান চোধুরী লিটন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদ রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.