বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। আজকের ম্যাচে জয়ী দলই ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।
বার্মিংহামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু ম্যাচটি।
এদিকে ম্যাচে নামার আগে স্বাগতিক হিসেবে ইংল্যান্ডের দিকেই পাল্লাটা ভারি বলে মনে করছেন অনেকে। তবে পরিসংখ্যান কথা বলছে অস্ট্রেলিয়ার হয়ে।
এর আগে ১৪৮ বারের মুখোমুখিতে অস্ট্রেলিয়া জিতেছে ৮২ বার। ইংল্যান্ড জিতেছে ৬১ বার।এছাড়া বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের লড়াই হয়েছে ৮ বার। এর মধ্যে ৬ বারই জিতেছে অজিরা। ২ বার জিতেছে ইংল্যান্ড।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.