এই সপ্তাহে বেন স্টোকসকে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে চূড়ান্ত করা হচ্ছে বলে মঙ্গলবার ইঙ্গিত দিয়েছেন নতুন ম্যানেজিং ডিরেক্টর রব কি। খবর ডেইলি মেইলের।
একই সঙ্গে নতুন টেস্ট কোচ নিয়োগ দেওয়ার বিষয়টিও প্রায় চূড়ান্ত। কিকে গ্যারি কারস্টেন নিশ্চিত করেছেন, তার হাতে সময় আছে এবং এই দায়িত্ব নিতে আগ্রহী।
মঙ্গলবার স্টোকসের সঙ্গে দেখা করতে কি নর্থ ইস্টে যান। বৃহস্পতিবার জো রুটের উত্তরসূরি হিসেবে তার অবস্থান নিশ্চিত করা হবে বলে ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে।
গত ১৫ এপ্রিল রুট পদত্যাগ করার পর থেকে নতুন টেস্ট অধিনায়কের দৌড়ে এগিয়ে ছিলেন তার বন্ধু ও সহঅধিনায়ক স্টোকস। আর বৃহস্পতিবার প্রথমবার গণমাধ্যমে মুখোমুখি হয়ে তাকে দায়িত্বের ঘোষণা দিতে যাচ্ছেন কি।
এদিকে কারস্টেনের সঙ্গে কোচ হওয়ার দৌড়ে আছেন ওটিস গিবসন, সিমন ক্যাটিচ। তবে দক্ষিণ আফ্রিকান কারস্টেনই এগিয়ে। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে বর্তমানে কাজ করছেন তিনি। কিন্তু এই বছরের প্রতিযোগিতা শেষে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে যোগ দিতে পারবেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.