বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া সামরিক অভিযান চালাচ্ছে ইউক্রেনে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। এমন পরিস্থিতিতে ইউক্রেনে সামরিক সাহায্য পাঠাতে যাচ্ছে সুইডেন। এসব সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ট্যাঙ্ক বিধ্বংসী অস্র, হেলমেট এবং দেহরক্ষার বর্ম।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন বলেন, সুইডেন এখন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য সরাসরি সমর্থনের প্রস্তাব করছে। এসবের মধ্যে রয়েছে- ১ লাখ ৩৫ হাজার ফিল্ড রেশন, ৫ হাজার হেলমেট, ৫ হাজার দেহবর্ম এবং ৫ হাজার ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র।
এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালাতে শুরু করে রুশ বাহিনী। গত চার দিনের যুদ্ধে ইউক্রেনে কয়েশ শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। বাস্তুচ্যুত হয়ে প্রতিবেশী পোল্যান্ডসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে লক্ষাধিক মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.