মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে সাড়ে তিন হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার পাঁচানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান।
মোহনপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয় এর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল তপাদার, সাংগঠনিক সম্পাদক কাজী আঃ মতিন, স্থানীয় ইউপি সদস্য রিয়াদ হোসেন, মহিলা ইউপি সদস্য উম্মুল আয়েমা লাইলী, জেসমিন আক্তার, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হেলাল সরকার, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লাভলী আক্তার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খালেক প্রধান, সহ নেতৃবৃন্দ।
মোহনপুর ইউনিয়নের প্রায় সাড়ে তিন হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন চেয়ারম্যান কাজী মিজানুর রহমান। তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের প্রতি আমাদের সকলের দায়িত্ব আছে। যে যার কারণ অবস্থান থেকে দায়িত্ব করলে দুস্থ মানুষের জন্য ভালো হয়। তাই সকলেই যার যার সামর্থ্য অনুযায়ী গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করব।
কাজী মিজানুর রহমান আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে মানুষের পাশে দাঁড়াতে। তাই আমি প্রতি বছরের ন্যায় এবারও মানুষকে ঈদ সামগ্রী উপহার দিলাম। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এবং আমার জন্য দোয়া করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.