পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির বোর্ড অব গভর্নরস এর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল)। মঙ্গলবার (২৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির বোর্ড অব গভর্নরস এ ‘বীমা এসোসিয়েশন মনোনিত’ ক্যাটাগরিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেলকে একাডেমির বোর্ড অব গভর্নরস এর সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হল।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.