বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : গত ২৩ জানুয়ারি সাব্বির-তাসকিনকে ফিরিয়ে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল ঘোষণা করেছিল বিসিবি। নিষেধাজ্ঞায় থাকা সাব্বির রহমান ডাক পেলেও ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি ফর্মে থাকা ইমরুল কায়েসের। এটি নিয়ে সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে বিসিবিকে। ইমরুল কায়েসকে না নেওয়ার স্পষ্ট কারণও জানাতে পারেননি বিসিবির কেউ।
এরমধ্যেই গণমাধ্যমে ইমরুল কায়েস জানালেন, ' আমি নিজেও জানি না আমি কেনো দলে নেই, ভালো খেলার পর সিরিজগুলো কেনো খেলতে পারি না এ বিষয়ে আমি পরিষ্কার না।' অথচ নিউজিল্যান্ডের মাটিতে ইমরুলের পারফরম্যান্স বেশ ভালো। দলে জায়গা না পেয়ে নিজের হতাশার কথা জানালেন ইমরুল। বাংলাদেশ দলে খেলার সম্ভাবনা না থাকলে ক্রিকেটকে বিদায় জানিয়ে দিবে বলেই জানালেন ইমরুল।
অবশেষে ব্যাপক সমালোচনার মধ্যে নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পেলেন ইমরুল কায়েস। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু আজ শনিবার বোর্ডের সভা শেষে পুরো সুরই পাল্টে ফেললেন বিসিবি বস।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘আমি পরিষ্কার বলেছি, ১৫ জনের তালিকা দেওয়া হয়েছে। আরেকজন আসার সুযোগ আছে। ১৬ জনে ওর (ইমরুলের) আসার সম্ভাবনাই বেশি। আমার ধারণা ও চলে আসবে।’
তিনি বলেন, ‘নিউজ দিয়ে দেওয়া হলো- ইমরুলকে স্কোয়াডে নেওয়া হয়েছে। এবং আমি নাকি এটা নিশ্চিত করেছি। আমার কাছে এখনও নামই আসেনি, তো আমি কীভাবে কনফার্ম করব। এটা তো আসবে নির্বাচকদের কাছ থেকে। এটা যখন দেখেছি, দেখার পরে কয়েকটা চ্যানেল আমাকে ফোনও করেছিল। সঙ্গে সঙ্গে তাদের বলা হয়েছে এটা এরকম নয়। তারপরও যখন নিউজ সরায়নি তখন হয়ত রাগ করেছে কেউ, এটা তো হতেই পারে।’
বিসিবি সভাপতি আরও বলেন ‘পর পর এই দুই ঘটনায় মনে হয়েছে আপনাদের (মিডিয়া) সঙ্গে কথা বলায় সীমাবদ্ধতা আনা ছাড়া আমার কোনো পথ নাই।’
ইমরুলকে বাদ দেওয়ার কারণ জানাতে গিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘প্রেজেন্ট ফর্ম ও কন্ডিশন চিন্তা করে ওকে বাদ দেওয়া হয়েছে। আমাদের বিশ্বকাপের জন্য ৩২ জনের যেই পুল আছে তাদের মধ্যেই আছে। তিন ওয়ানডের জন্য যারা যাচ্ছে তাদেরকেও দেখতে হবে, যারা এখানে থাকবে তাদেরকেও প্রিপেয়ার করা হবে। কাউকে আড়াল করা হচ্ছে না। সামনে আয়ারল্যান্ড আছে। সাথে সাথে বিশ্বকাপ, সুতরাং প্রতিটা খেলোয়াড়কেই দেখভাল করা হবে।’
ওয়ানডে স্কোয়াড:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম হাসান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.