পরিক্রমা ডেস্ক : ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ২৩তম বার্ষিক সাধারণ সভা(এজিএম) সম্প্রতি ভার্চু্যয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারপারসন জনাবা সাহিদা আনোয়ার। উক্ত সম্মেলনে সম্মানিত পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস নুসরাত জাহান তানিয়া, মিসেস ইসরাত জাহান সুমি, জনাব মোঃ আশিক হোসেন, স্ততন্ত্র পরিচালক জনাব মোহাম্মদ আয়ুব হুসেন, মূখ্য উপদেষ্টা জনাব আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন, কোম্পানীর মুখ্য নিবার্হী কর্মকর্তা জনাব মীর নাজিম উদ্দিন আহমেদ, কোম্পানী সচিব জনাব মোঃ আখতারুজ্জামান এবং সি.এফ.ও জনাব এ.কে.এম. মোস্তাক আহ্ম্মেদ খাঁন। এছাড়া, সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, তরজমা ও মোনাজাত করেন সংস্থাপন বিভাগের প্রধান জনাব মোঃ আব্দুছ ছামাদ।
উক্ত সভায় অনলাইনে সংযুক্ত সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দের উপস্থিতিতে কোম্পানীর ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব ও পরিচালক মন্ডলীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় শেয়ারহোল্ডারগণ ২০২২ সনে কোম্পানীর প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যবস্থাপনা কতৃর্পক্ষ প্রবৃদ্ধির এই গতিকে ভবিষ্যতেও অব্যাহত রাখবেন মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.