বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক। আবারও দুটি মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী ব্যবহার করেছে। তাইওয়ানকে নিয়ে চীনের সঙ্গে উত্তেজনার জের ধরে মাত্র দুই মাসের ব্যবধানে জাহাজ দুটি যাত্রাপথ হিসেবে প্রণালীটি ব্যবহার করলো।
এ ব্যাপারে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বৃহস্পতিবার জানিয়েছে, জাহাজ দুটি উত্তর দিকে যাচ্ছিল এবং নিয়ম মেনেই তাদের যাত্রা অব্যাহত ছিল। পৃথক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার ভোরে তাইওয়ান ও ফিলিপাইনের মাঝে অবস্থিত বাশি চ্যানেলে বেশ কয়েকটি বোমারু বিমান ও উড়োজাহাজ পাঠিয়েছিল চীন।
চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ বলে মনে করে। তবে স্বশাসিত তাইওয়ানে সম্প্রতি স্বাধীনতা ঘোষণার দাবি উঠতে শুরু করেছে। ফলশ্রুতিতে বেইজিংয়ের টানাপোড়েন শুরু হয়েছে। চীন অবশ্য হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ানের যে কোন ধরনের উসকানিমূলক আচরণ ঠেকাতে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করবে বেইজিং।
এদিকে, চীনের সামরিক হস্তক্ষেপের হুমকির পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন তাইওয়ানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। এরই ধারাবাহিকতায় গত বছর তাইওয়ান প্রণালীতে কয়েক দফা যুদ্ধজাহাজ পাঠিয়েছে ওয়াশিংটন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.