বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ভিশন ২০৪১ বাস্তবায়নে উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শেখ ফজলে নূর তাপস।শনিবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নবম দিনের নির্বাচনী প্রচারণা শুরু করার আগে এক পথসভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ মনোনীত ঢাকা দক্ষিণের এই মেয়রপ্রার্থী আরো বলেন, ‘নির্বাচিত হলে ঢাকাবাসীর সকল নাগরিক ও মৌলিক সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করব। ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে পরিকল্পনা নিয়ে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাব।’ভিশন ২০৪১ বাস্তবায়নে কাজ করছে সরকার। বিষয়টি উল্লেখ করে ফজলে নূর তাপস বলেন, ‘আমাদের প্রাণের ঢাকাকে ২০৪১ সাল নাগাদ আমরা উন্নত রাজধানী হিসেবে গড়ে তুলব। যে উন্নত বাংলাদেশের স্বপ্ন আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদের দেখিয়েছেন, সেই উন্নত দেশের উন্নত রাজধানী হবে ঢাকা।’এ সময় তিনি নির্বাচনী প্রচারণায় নৌকার পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে বলেন, ‘আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি আমাদের প্রাণের ঢাকা, ভালোবাসার ঢাকার জন্য, ঢাকাবাসী তা সাদরে গ্রহণ করেছে। তারা স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে।’পথসভায় তিনি সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর প্রার্থী মাসুদ মোল্লা (ঠেলাগাড়ী মার্কা) এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী নাজমা বেগমকে (গ্লাস মার্কা) তিনি পরিচয় করিয়ে দেন। নির্বাচনী প্রচারণায় তাপসের সঙ্গে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, কার্যনির্বাহী কমিটির সদস্য সানজিদা খানম, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।নির্বাচনী প্রচারণায় দেশরত্ন শেখ হাসিনার মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোস্তাক আহাম্মেদ উপস্থিত ছিলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কাউন্সিলর নির্বাচন উপলক্ষ্যে নবগঠিত ৬২নং ওয়ার্ডের হেভিওয়েট প্রার্থী স্থানীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোস্তাক আহাম্মেদ নের্তৃত্বে ট্রাক্টর মার্কার বিশাল সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.