বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : উম্মে হাবিবা এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় চাঁদপুর জেলা শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) ও চাঁদপুর প্রেস ক্লাবের সম্মানিত সদস্য মোঃ আনোয়ার হাবিব কাজল ও মতলব রয়মনেন্নেসা মহিলা কলেজের ক্রীড়া শিক্ষিকা শাহাজাদী আক্তারের কন্যা। সে চাঁদপুর সদর থানার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামের পাটওয়ারী বাড়ীর অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোঃ মজিবুর রহমান পাটোয়ারী ও মিসেস রাবেয়া বেগমের নাতনী।
উল্লেখ্য যে, উম্মে হাবিবা ২০১৭ সালে মতলব কচি কাঁচা প্রি-ক্যডেট স্কুল থেকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি লাভ করে এবং বাংলাদেশ স্কাউটস্ এর একজন সক্রিয় সদস্য হিসেবে ২০১৬ সালের বাংলাদেশ স্কাউটসের “শাপলা কাব অ্যাওয়ার্ড” পাওয়ার গৌরব অর্জন করে।
ভবিষ্যৎ জীবনে উত্তরোত্তর সাফল্য অর্জনে সে সকলের দোয়া প্রার্থী।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.