শামসুজ্জামান ডলারঃ একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক, শিক্ষাবিদ ও গবেষক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর (৮৪) আর নেই। (ইন্না-লিল্লাহি…..……রাজিউন)। আজ দুপুর ১২টায় গুলশানের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের মরদেহ তার জন্মভূমি চাঁদপুরের কচুয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানে সন্ধ্যায় তার দাফন সম্পন্ন হবে।
এ দেশের সাহিত্য, শিল্প, সমালোচনা, গবেষণার ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। চিত্রসমালোচনায় তার বিশেষ অবদান অনস্বীকার্য। দেশের সব সামাজিক-রাজনৈতিক আন্দোলনে সব সময় সামনের সারিতে ছিলেন তিনি। ১৯৩৬ সালের ৯ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন এই গুণী ব্যক্তি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.