বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : নওগাঁর বদলগাছীতে এসএসসিতে হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষার্থী ছিল একজন। আর সেই পরীক্ষার্থীর জন্যই কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন তিন পুলিশ সদস্য।
শনিবার উপজেলার লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয় কেন্দ্রে এমন দৃশ্য দেখা গেছে। অন্য কোনো বিষয়ে পরীক্ষা না থাকায় স্মৃতি পাহান নামে ওই ছাত্রীকে একাই পরীক্ষা দিতে হয়েছে।
স্মৃতি উপজেলার বিটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবারের পরীক্ষায় অংশ নেন। তিনি গত বছরও একই বিষয়ে পরীক্ষা দিয়েছেন।
পরীক্ষা শেষে স্মৃতি বলেন, হিসাব বিজ্ঞান বিষয়ে আর কোনো পরীক্ষার্থী নেই। তারপরও ভালো লেগেছে। শান্তিপূর্ণভাবে একা বসে পরীক্ষা দিয়েছি। আশা করি এবার ভালো ফলাফল থাকবে।
কেন্দ্র সচিব লাবণ্যপ্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম জানান, কেন্দ্রের নিরাপত্তার জন্য যে পুলিশ পাহারার প্রয়োজন সেটাই এখানে দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.