২৪ ঘন্টায় আকাশপথ দিয়ে ৪৭ জন দেশে ঢুকেছে। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই ৪৭ জন সবাই স্কিকিং হয়ে ঢুকেছে।
এছাড়া আরো অনেকে ঢুকেছে আমি তা বলতে চাই না।
তিনি আরো বলেন, সমুদ্রপথ ও স্থলপথ সহ মোট ২৬৭ জন স্কিনিং হয়ে দেশে ঢুকেছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বৃহস্পতিবার (৯ এপ্রিল) ব্রিফিংয়ে এ তথ্য জানান। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয় ১১২ জন
নতুন মৃত্যু ১ জন। মোট আক্রান্ত ৩৩০ জন। গত ৩ দিনে একজনও সুস্থ হয়নি। সব মিলিয়ে ৩৩০ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছে মাত্র ৩৩ জন।
এছাড়া আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ৮৮ হাজার ৫০২ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭১৯ জন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.