এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মাহতাবুর রহমানের বোন হুসনে আরা বেগম চৌধুরী মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে কানাডার টরেন্টোতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সিআইপি মাহতাবুর রহমান জানান, বোনের অসুস্থতার খবর শুনে তিনি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ছুটে যান। সেখানে বোনের সঙ্গে দেখা করেন। বোনের মৃত্যুতে তিনিসহ স্বজনেরা ভেঙ্গে পড়েছেন।
কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে হুসনে আরা বেগমের ১০ সন্তান বসবাস করেন। সিলেটের জালালপুর রুস্তমপুরে তার বাড়ি। স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। লন্ডন, আমেরিকা থেকে স্বজনেরা ফিরলে তার জানাজার ব্যবস্থা করা হবে বলেও জানান মাহতাবুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.