পরিক্রমা ডেস্ক : নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে গত ২০ সেপ্টেম্বর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ান অ্যান্ড ইন্টার-ন্যাশনাল স্টাডিজ ইনস্টিটিউটের (আইকেএমএএস) পরিচালক অধ্যাপক ড. সুফিয়ান জুসোহ। এর মূল বিষয়বস্তু ছিল মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির (ইউকেএম) সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা ও গবেষণার সম্ভাবনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. হেলাল আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপার্সন ড. মাহমুদ হাসানসহ অনুদের অন্যান্য সদস্যবৃন্দ।
ড. হেলাল আহমেদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কলার ড. সুফিয়ান জুসোহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিষ্ঠা ও প্রচেষ্টার মাধ্যমে ড. জুসোহ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছেন বলে তিনি উল্লেখ করেন।
আলোচনায় প্রধান অতিথি আইকেএমএএস-এর পরিচালক ড. সুফিয়ান জুসোহ সংশ্লিষ্ট বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
তিনি সেমিনার পরিচালনা, গবেষণা এবং পেশাদার সার্টিফিকেট কোর্স তৈরিতে সহযোগিতা করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছেন। এসময় দুই ইউনিভার্সিটির মধ্যে ছাত্র বিনিময়, পিএইচডি গবেষণা এবং পোস্টডক্টরাল বিষয় নিয়েও আলোচনা করা হয়।
উল্লেখ্য, ড. সুফিয়ান এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জাতিসংঘের অর্থনৈতিক কমিশনের (ইউএনএসকাপ) এফডিআই উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন এবং ২০২৫-পরবর্তী আসিয়ান কমিউনিটি ভিশন প্রণয়নকারী আসিয়ান টাস্কফোর্সের একজন উচ্চপদস্থ সদস্য। ড. সুফিয়ান আসিয়ান ইকোনমিক ইন্টিগ্রেশন ফোরামের সহ-প্রতিষ্ঠাতা এবং সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড ইনস্টিটিউটের বহিরাগত ফেলোর পদে অধিষ্ঠিত রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.