পরিক্রমা ডেস্ক : আজ নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইন্সটিটিউটের উদ্যোগে ‘ইউনান: এ মেনি-স্প্লেন্ডার্ড লাইফ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বাংলাদেশে চীনা দূতাবাস, ইউনান প্রাদেশিক গণসরকারের তথ্য অফিস এবং ইউনান প্রাদেশিক পিপলস গভর্নমেন্টের পররাষ্ট্র বিষয়ক কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
এছাড়া রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ (পিএসএস), সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) এবং কনফুসিয়াস ইনস্টিটিউট অব নর্থ সাউথ ইউনিভার্সিটি (সিআইএনএসইউ) যৌথ আয়োজনে চায়না-সাউথ এশিয়া সেন্টার ফর সোসিওকালচারাল স্টাডিজ (সিএসসিএসএস) -এর উদ্বোধন করা হয়।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের কুনমিংয়ের ইউনান ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক হু জিনমিং এবং সিপিসি ইউনান প্রাদেশিক পার্টি কমিটির প্রচার বিভাগের উপ-মহাপরিচালক ও ইউনান প্রাদেশিক সিভিলাইজেশন অফিসের চেয়ারম্যান পেং বিন। চীনা বিদেশী প্রতিনিধিদলে ইউনান প্রাদেশিক সরকারের চার জন উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন। অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক আতিকুল ইসলাম এবং বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীন দূতাবাসের সম্মানিত কালচারাল কাউন্সেলর জনাব ইউ লিওয়েন উপস্থিত ছিলেন।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চীনের কুনমিংয়ের ইউনান ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক হু জিনমিং। চীনা বিদেশী প্রতিনিধিদলে ইউনান প্রাদেশিক সরকারের পাঁচ জন উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন। অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক আতিকুল ইসলাম এবং বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীন দূতাবাসের সম্মানিত কালচারাল কাউন্সেলর ইউ লিওয়েন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব খান, স্কুল অব
হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন (আইসি) ও সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের
পরিচালক অধ্যাপক ড. এস কে তৌফিক এম হক, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান
বিভাগের সহযোগী অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকী, এনএসইউ’র কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মা জিয়াওয়ান,
চায়না-সাউথ এশিয়া সোসিওকালচারাল স্টাডিজের (সিএসসিএসএস) সমন্বয়ক এবং মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রামের সহযোগী অধ্যাপক ড. হারিছুর রহমান।
অধ্যাপক আতিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, এ আয়োজনের মতো সাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে এনএসইউ ও ইউনান
বিশ্ববিদ্যালয়ের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার হবে। ইউনান প্রাদেশিক পার্টি কমিটির সিপিসির প্রচার বিভাগের
ডেপুটি জেনারেল পেং বিন চীন ও বাংলাদেশের মধ্যে আন্তঃসাংস্কৃতিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।
অধ্যাপক হু জিনমিং এনএসইউ এবং ওয়াইএনইউয়ের মধ্যে সহযোগিতার উপর জোর দেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের ‘আমার দেখা নয়াচিন’ বইটি চীনা ভাষায় অনুবাদ করার প্রস্তাব দেন। এছাড়া তিনি এনএসইউ এবং ওয়াইএনইউ
একটি যৌথ সম্মেলন আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ড. হারিছুর রহমান বলেন, এনএসইউ’র চীন-দক্ষিণ এশিয়া সেন্টার ফর সোসিওকালচারাল স্টাডিজ (সিএসসিএসএস) প্রমাণ-
ভিত্তিক এবং অভিজ্ঞতামূলক গবেষণার মাধ্যমে আর্থ-সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার জন্য একটি আন্তঃবিভাগীয় উদ্যোগ। এটি আনুষ্ঠানিকভাবে স্কুল অফ এথনোলজি অ্যান্ড সোসিওলজি, ইউনান বিশ্ববিদ্যালয়, কুনমিং, চীনের সঙ্গে সম্পর্কিত।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.