পরিক্রমা ডেস্ক : আজ নর্থ সাউথ ইউনিভার্সিটির অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স ক্যাম্পাসে ‘এআই ইন অ্যাকশন: ট্রান্সফরমিং দ্য মার্কেটিং ল্যান্ডস্কেপ উইথ জেনারেটরি ইন্টেলিজেন্স’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিঙ্গাপুর বিজনেস স্কুলের মার্কেটিং ইনস্টিটিউটের মহাব্যবস্থাপক ও একাডেমিক পরিচালক ড. লো চিন ইয়ং। তিনি আধুনিক বিপণন ব্যবস্থার বিপ্লব ঘটাতে জেনারেটরি ইন্টেলিজেন্সের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
সেমিনারে সিঙ্গাপুরের মার্কেটিং ইন্সটিটিউটের চেয়ারম্যান ড. রজার লো কিট ফাই সহ একটি প্রতিনিধি দলকে স্বাগত জানানো হয়। প্রশ্নোত্তর পর্বে প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন পদ্ধতি এবং বিপণনে এআই এর প্রভাব নিয়ে আলোচনা করে।
এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এই উদ্যোগের প্রশংসা করে বিপণন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বিপণনে এআই কেবল একটি প্রযুক্তিগত বিবর্তন নয়; এটি মানুষের সৃজনশীলতা ও উদ্ভাবনের একটি সংমিশ্রণ।
অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এনএসইউ সেন্টার ফর বিজনেস রিসার্চের পরিচালক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.