পরিক্রমা ডেস্ক :নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) স্বাধীনতা সংগ্রামে শহীদ বুদ্ধিজীবীদের অমূল্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ পালিত হয়েছে।
প্রফেসর ড. এম ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সকালে ধানমন্ডির রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এনএসইউ বিএনসিসি’র সমন্বয়ে এই ইভেন্টে শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি এনএসইউ’র বিভিন্ন ক্লাবের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
বিকেলে বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনীর আহমেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি আরমা দত্ত। এতে সভাপতিত্ব করেন এনএসইউ’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর রব খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই এক মিনিট নীরবতা পালন করেন। স্বাগত বক্তব্য রাখেন এনএসইউ’র অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন। ১৪ ডিসেম্বরের সহিংসতা তুলে ধরে আরমা দত্ত বলেন, আমাদের মূল্যবান শিক্ষাবিদদের জীবন যেভাবে কেড়ে নিয়েছিল তা স্মরণ করা হৃদয় বিদারক। তাদের অনুপস্থিতি আমাদের ভেতরে গভীর শূন্যতা তৈরি করে। তারা অনুপ্রেরণার একটি স্থায়ী উত্স হিসাবে তারা আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
জনাব জাভেদ মুনির আহমেদ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। তিনি তাঁদের রেখে যাওয়া আদর্শ ও চেতনাকে মনে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন অধ্যাপক ড. আবদুর রব খান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.