পরিক্রমা ডেস্ক : নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের উদ্যোগে ১৭ সেপ্টেম্বর, ২০২৩ (রবিবার) ‘আর্ট অব ক্রিয়েটিং কনসেপচুয়াল মডেলস ইন বিজনেস রিসার্চ’ শীর্ষক একটি ওয়েবিনার
অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের মপেলিয়ার বিজনেস স্কুলের ড. রামেশ্বর দুবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. হেলাল আহমেদ।
সেশনে ২০ জন সম্মানিত ফ্যাকাল্টি মেম্বার অংশগ্রহণ করেন। একই বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ উপস্থিত দের সাথে ড. রামেশ্বরকে পরিচয় করিয়ে দেন। তিনি বিজনেস ম্যানেজমেন্ট এবং অপারেশনে ড. রামেশ্বরের উল্লেখযোগ্য অবদানের কথা উল্লেখ করেন। ড. রামেশ্বর সর্বাধিক রেফারেন্সপ্রাপ্ত স্কলারদের তালিকায় শীর্ষ ১% এর মধ্যে রয়েছেন এবং শীর্ষ পর্যায়ের জার্নালে তিনি সম্পাদকীয় ভূমিকা পালন করে থাকেন।
ড. রামেশ্বর তার বক্তৃতায় ব্যবসায় গবেষণায় তত্ত্ব বিকাশের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি ডিজিটাল যুগে গবেষকদের আধুনিক ব্যবসায়িক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে উত্সাহিত করেন। তিনি গবেষণায় ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করার বিপক্ষেও পরামর্শ দিয়েছেন। একটি প্রশ্নোত্তর সেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
সমাপনী বক্তব্যে ড. হেলাল আহমেদ এ ধরনের গুরুত্বপূর্ণ সেশন আয়োজনের জন্য বিভাগের প্রশংসা করেন। তিনি ড. রামেশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গবেষণার গুণগত মান বাড়ানোর জন্য আরও সহযোগিতামূলক প্রচেষ্টার প্রত্যাশা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.