পরিক্রমা ডেস্ক : নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম আজ জাপানের মিয়াজাকি বিশ্ববিদ্যা- লয়ে বি-মিট একাডেমিক সেমিনারে যোগ দিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন এনএসইউ‘র ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খসরু মিয়া।
মূল প্রবন্ধে অধ্যাপক আতিকুল ইসলাম বাংলাদেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সেমিনারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মিয়াজাকি বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. হিরোশি সামেশিমা; ভাইস প্রেসিডেন্ট প্রফেসর কেইসুকে মুরাকামি; আন্তর্জাতিক সম্পর্ক সংস্থার পরিচালক অধ্যাপক তাতসুরো শিনচি; বিশেষ প্রভাষক ইউকি মোরিশিতা বক্তব্য রাখেন। তাদের আলোচনায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা, সংলাপ সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এই সেমিনারে বাংলাদেশ ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান আন্তর্জাতিক অংশীদারিত্বের কথা তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়ন। বাংলাদেশ-জাপান আইসিটি ইঞ্জিনিয়ার্স ট্রেনিং (বি-জেট) প্রোগ্রাম এবং বাংলাদেশ-মিয়াজাকি আইসিটি ইঞ্জিনিয়ার্স এডুকেশনাল ট্রেনিং প্রজেক্ট (বি-মিট) এর মধ্যে উল্লেখযোগ্য।
বি-মিট প্রোগ্রামের সাফল্য তুলে ধরে অধ্যাপক ড. খসরু মিয়া বলেন, এই উদ্যোগের মাধ্যমে তিন শতাধিক শিক্ষার্থী জাপানে ক্যারিয়ারের সুযোগ অর্জন করেছে। তিনি দুই প্রতিষ্ঠানের মধ্যে আরও একাডেমিক বিনিময়ের আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.