পরিক্রমা ডেস্ক : নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস), আজ বঙ্গোপসাগর অঞ্চলে সংযোগ ও সহযোগিতা বিষয়ক এক অনুষ্ঠানের আয়োজন করে। এসআইপিজি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সম্মেলনের লক্ষ্য ছিল বর্ধিত আঞ্চলিক সংযোগের তাৎপর্য নিয়ে আলোচনা ও অন্তর্দৃষ্টি জোরদার করা।
এসআইপিজির পরিচালক এবং রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের বর্তমান চেয়ারম্যান ড. এস কে তৌফিক এম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রগ্রেসের ফরেন পলিসি অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের ফেলো ড. কনস্ট্যান্টিনো জেভিয়ার; আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসআইপিজি'র অধ্যাপক ও বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক।
ড. জেভিয়ার দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের পরবর্তী ধাপের উত্তরণে উন্নত সংযোগের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। অন্যদিকে, অধ্যাপক শহীদুল হক যোগাযোগ উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ভূ-রাজনৈতিক দিকগুলির উপর আলোকপাত করেন এবং কৌশলগত স্বার্থকে ব্যবহার করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
প্রশ্নোত্তর পর্বে এনএসইউ'র স্কুল অব সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন অধ্যাপক আবদুর রব খান প্রশ্ন করেন, বঙ্গোপসাগর অঞ্চলে উদ্ভূত কানেক্টিভিটির প্রতিযোগিতামূলক মডেলগুলোকে ছোট দেশগুলো কীভাবে কার্যকরভাবে পরিচালনা করতে পারে। এনএসইউ'র অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন এ অঞ্চলের প্রভাবশালী সামরিক শক্তি ভারত ও চীনের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার জটিলতা নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জসীম উদ্দীন বঙ্গোপসাগরের উন্নয়নে আঞ্চলিকতাবাদের গুরুত্ব পুনর্ব্যক্ত করে এ ধরনের প্রচেষ্টায় রাজনৈতিক সদিচ্ছার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রফেসর এস কে তৌফিক এম হক অর্থনীতিকে বিরাজনীতিকরণের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন, যা কানেক্টিভিটি উদ্যোগের মধ্যে গভীর সহযোগিতাকে বাধাগ্রস্ত করছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.