নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ’র শেষ পর্বের শিক্ষার্থী আহসান তানভীর পিয়াল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজ ভোরে মৃত্যুবরণ করেছেন। পিয়াল শুধুমাত্র একাডেমিক ক্ষেত্রে নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তিনি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস) এর সঙ্গীত সমন্বয়ক এবং বাংলাদেশি ব্যান্ড 'অড সিগনেচার' এর গিটারিস্ট এবং ভোকাল।
এছাড়া, এনএসইউ’র ইংলিশ অ্যান্ড মডার্ণ ল্যাঙ্গুয়েজ বিভাগের অধ্যাপক দীনা ফোরকানের ইন্তেকাল করেছেন। তিনি ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে আজ বিকেল ১২:৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিক্ষক ও লেখক হিসেবে তার বর্ণাঢ্য কর্মজীবন ছিল। আজ রাত ৮টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তার জানাজা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এই দুই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মৃত ছাত্র ও শিক্ষিকার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনা আমাদের সড়ক ব্যবস্থায় ক্যান্সার এর মতন। আমার চাইনা আর একটি প্রাণ ও অসময়ে ঝরে যাক। এছাড়া অধ্যাপক ইসলাম বলেন, অধ্যাপক দীনা ফোরকানের মৃত্যু বাংলাদেশের শিক্ষকসমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি যোগ করে, নর্থ সাইথ পরিবার অধ্যাপক দীনা ফোরকানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
নর্থ সাইথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান নর্থ সাউথ পরিবারের দুই সদস্যও এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাদেরকে জান্নাত দান করুন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.