বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বিশ্বজুড়ে এখন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। চীন থেকে দ্রুতগতিতে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে।
এরই মধ্যে অন্তত ১৮টি দেশে মরণঘাতী এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। ১৯তম দেশ হিসেবে এবার সেই তালিকায় নাম লেখাল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।
দেশটিতে চীনের উহান থেকে ফেরা একটি পরিবারের সদস্যদের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে।
বুধবার আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
মরণঘাতী এই ভাইরাসে চীনে এখন পর্যন্ত ১৩২ জনের প্রাণহানি হয়েছে। আক্রান্ত হয়েছে ছয় হাজারের বেশি মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.