বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা করছিলেন। কিন্তু, এই মারণ ভাইরাসের জেরে শেষ পর্যন্ত প্রাণ হারালেন পাকিস্তানের সেই চিকিৎসক ওসামা রিয়াজ (২৬)। বেশ কিছুদিন ধরেই বিদেশ ও পাকিস্তানের অন্যপ্রান্ত থেকে গিলগিট-বালতিস্তানে আসা করোনা আক্রান্ত মানুষদের চিকিৎসা করছিলেন তিনি। জানা গেছে, তিনিই পাকিস্তানের প্রথম চিকিৎসক যিনি করোনা আক্রান্তের চিকিৎসা করেছিলেন। আর সেই রোগেই মারা গেলেন রিয়াজ।
গিলগিট-বালতিস্তান প্রদেশের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক বলেন, ‘বিদেশ ও পাকিস্তানের অন্যপ্রান্ত থেকে আসা করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ১০ জন চিকিৎসকের একটি দল তৈরি করা হয়েছিল। ওই দলটি মূলত ইরাক ও ইরানের সীমান্তবর্তী শহর তাফতান থেকে আসা মানুষদের শরীরে করোনা রয়েছে কিনা তা পরীক্ষা করত। পরে গিলগিটে তৈরি হওয়া আইসোলেশন সেন্টারে সন্দেহভাজন রোগীদের চিকিৎসা করছিলেন। অন্য চিকিৎসকরা সবাই যখন আতঙ্কে ভুগছিলেন তখন আক্রান্তদের পাশে থেকে তাদের চিকিৎসা করছিলেন রিয়াজ। তার এই অবদান আমরা কোনওদিন ভুলতে পারব না। এই আত্মবলিদানের জন্য তাকে জাতীয় বীর ঘোষণা করার দাবি জানাচ্ছি আমরা।’
মৃত চিকিৎসকের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত করোনা আক্রান্তদের চিকিৎসা করছিলেন তিনি। কিন্তু, বাড়ি ফেরার পর অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে গিলগিট শহরের প্রধান সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় তার। রবিবার রাতে রিয়াজের মৃতদেহ ভেন্টিলেটর থেকে বের করে মৃত বলে ঘোষণা করা হয়।
পাকিস্তানে এখনও পর্যন্ত মোট ৮৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৩ জন। এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি সিন্ধু প্রদেশে। পুরো এলাকা লকডাউন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.