বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : চলতি বছর হজ পালনকারীদের হজ যাত্রা সহজ করার লক্ষ্যে দীর্ঘ অপেক্ষার ভোগান্তি থেকে মুক্তি দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি অ্যাপ চালু করেছে। অ্যাপটির নাম দিয়েছে- ‘বিমান হজ ফ্লাইট’। এ অ্যাপের মাধ্যমে যারা হজে যাবেন তারা হজের ফ্লাইটের সময় সিডিউল সম্পর্কে সব তথ্য জানতে পারবেন।
বুধবার (১০ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিমান।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গুগল প্লে স্টোর’ থেকে ‘বিমান হজ্ব ফ্লাইট’ নামে অ্যাপটি ডাউনলোড করা যাবে। এর মাধ্যমে হজ্ব ফ্লাইট সংক্রান্ত্র প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
হজে গমনকারীদের সুবিধার্থে যেসব তথ্য জানা যাবে এ অ্যাপে- ডিলে নোটিফিকেশনস, হজ্ব ফ্লাইট স্ট্যাটাস, হজ্ব ফ্লাইট শিডিউল এবং হজ্ব ইনস্ট্রাকশনস।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস দেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবার শান্তি ও নিরাপদ হজ্বযাত্রা নিশ্চিত করতেই এ অ্যাপ চালু করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.