ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালিয়ে তার দুই আঙুল ভেঙে দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
হামলায় ভিপি নুর ছাড়াও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতারসহ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, বিকাল ৪টার দিকে ভারতের সংশোধিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চকে ভারতের দালাল বলে অভিহিত করে বক্তব্য দেন ভিপি নুর। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নুরের ওপর হামলা চালানো হয়।
হামলায় ভিপি নুরের দুটি আঙুল ভেঙে গেছে। ভিপি নুরসহ আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
ভিপি নুরসহ বেশ কয়েকজন আহত হয়ে ঢামেকে ভর্তি হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.