বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে আজ আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ। দলে কোনো পরিবর্তন নেই। জিম্বাবুয়ের বিপক্ষে খেলানো একাদশই এ ম্যাচে মাঠে নামাচ্ছে বাংলাদেশ।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচেও জয় তুলে নিতে চাইবে সাকিব আল হাসানের দল। জয়ী দল উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। আফগানিস্তানের কাছে কিছুদিন আগে টেস্ট হেরেছে স্বাগতিকেরা। আর তাই এ ম্যাচে ভালো করতে মরিয়া থাকার কথা বাংলাদেশ দলের।
বাংলাদেশ দল: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.