বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : সিঙ্গাপুরে প্রথমবারের মত দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রী গান কিম ইয়ং শনিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত প্রথম ব্যক্তি ৭৫ বছর বয়সী বৃদ্ধা নারী। গেল মাসের ২৩ তারিখ নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ওই নারী ।পরে মেডিক্যাল পরীক্ষায় করোনা পজেটিভ আসে তার। শেষ পর্যন্ত চিকিৎসারত অবস্থায় শনিবার মৃত্যুবরণ করেন তিনি।আরেকজন ৬৪ বছর বয়সী একজন ইন্দোনেশিয়ান পুরুষ। সিঙ্গাপুরে আসার পর ৯ দিন ইনটেনসিভ কেয়ারে থেকে শেষ পর্যন্ত মারা গেলেন তিনি। এর আগে ইন্দোনেশিয়ায় নিউমোনিয়া ও হৃদরোগজনিত কারণে বেশি কিছু দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
এই মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রী। তিনি বলেন , দু’জনার মৃত্যু পুরো সিঙ্গাপুর বাসীর জন্য ভীতিকর পরিস্থিতি তৈরী করেছে। এই পরিস্থিতিতে সাহসিকতার সাথে সবাইকে করোনা মোকেবেলার আহ্বান জানান তিনি।
এ পর্যন্ত সিঙ্গাপুরে ৩৮৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.