পরিক্রমা ডেস্ক : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রোগ্রাম চালু হচ্ছে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১১ সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৬তম সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়টি অনুমোদিত হয়। প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।
পরে ১৯ সেপ্টেম্বর (সোমবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০তম সিন্ডিকেট সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজমের সভাপতিত্বে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ওই সভায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.