দেশে করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের (২০২১) জুন নাগাদ এসএসসি পরীক্ষা নেয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) পাঠ্যপুস্তক উৎসব- ২০২১ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ের সময় মন্ত্রী এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে করোনাপরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের জুন নাগাদ এসএসসি পরীক্ষা নেয়া হতে পারে। এছাড়া জুলাই- আগস্টে এইচএসসি পরীক্ষাও নেয়া হতে পারে।
তিনি আরো বলেন, ২০২০ সালের এইচএসসির পরীক্ষার ফলাফল শিগগির প্রকাশ করা হবে। এ বিষয়ে অধ্যাদেশ জারি সময়ের অপেক্ষা মাত্র।
প্রেস ব্রিফিংয়ে সরাসরি উপস্থিত হয়ে মন্ত্রী বলেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ১২ দিনে বই বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.