আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ও তার প্রতিষ্ঠান এস আলম গ্রুপের প্রসঙ্গ। নিয়মিত ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারকে এক সাংবাদিক প্রশ্ন করলে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।
মিলারকে প্রশ্ন করা হয়, পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন এবং সফরে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সফরকালেই বাংলাদেশি এক গণমাধ্যম এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয়, তিনি ১০০ কোটি মার্কিন ডলার পাচার করেছেন এবং বিদেশে সাম্রাজ্য গড়ে তুলেছেন।
জবাবে মিলার বলেন, ‘আমি আগেও বলেছি, আমরা নিষেধাজ্ঞা আরোপের আগে কিছুই বলি না। সাধারণত দুর্নীতি দমনের হাতিয়ার হিসেবে নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে। আমরা অন্যান্য পথও বেছে নিতে পারি। যেমন-কারও সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে, সহযোগী দেশকে তথ্য নিয়ৈ সহায়তা করতে পারি যেন তারা ব্যবস্থা নিতে পারে। আমরা বাংলাদেশকে আহ্বান জানাই যেন তারা নিরপেক্ষ ও স্বচ্ছভাবে দুর্নীতির অপরাধীদের খুঁজে বের করে ও ব্যবস্থা নেয়।’
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.