ধর্ষণের শিকার হলে অভিযোগের আঙুল আগে তার দিকেই তোলা হয়, নারীর চরিত্র নিয়ে প্রশ্ন করা হয়, পোশাক নিয়ে প্রশ্ন করা হয়। ছেলে সন্তানের জন্ম না হলে, সন্তান বিপথে গেলেও নারীকে অভিযুক্ত করা হয়। স্বামী বিপথে গেলে, স্বামী খারাপ আচরণ করলেও দোষ নারীকেই দেওয়া হয়। বলা হয়, নিশ্চয়ই নারীরই দোষ ছিল, নইলে স্বামী এমনটা করলো কেন? এসব মনমানসিকতার প্রতিবাদ জানিয়েছেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ইনস্টাগ্রামে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। তার স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো:
১. বিচ্ছেদ: সেই স্বামীকে ধরে রাখতে পারেনি।
২. ধর্ষণ: তখন সে কী পরেছিল।
৩. সন্তানহীন বিবাহিত জীবন: সে বন্ধ্যা
৪. ছেলে সন্তানের জন্ম না হলে: সবই তার দোষ। তার গর্ভে ছেলে সন্তান নেই।
৫. ধনী ও স্বাধীন : সে পতিতা
৬. সন্তান খারাপ হলে: সবই মায়ের দোষ। মায়ের কারণেই সন্তান নষ্ট হয়ে গেছে।
৭. খেলাধুলা করতে চাইলে: তুমি মেয়ে। এসব তোমার জন্য কঠিন। আর এসব তোমার জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়।
৮. একা থাকলে এবং গাড়ি চালালে: জামাই পাবে না, সবাই পালাবে।
৯. নিজের ইচ্ছার কথা বললে: সে খুব বসি।
১০. ৩০-৪০ বছর পরও অবিবাহিত থাকলে: সে দায়িত্বজ্ঞানহীন।
১১. বিবাহিত: সে এখন তার স্বামীর সম্পত্তি।
১২. সঙ্গী প্রতারণা করলে: সব তার দোষ। তার কারণে স্বামী এমন করেছে।
১৩. বিধবা: সম্পত্তির জন্য সেই তার স্বামীকে খেয়েছে।
১৪. আবার বিয়ে করলে: মৃত স্বামীর জন্য সে মোটেও দুঃখ করে নাই।
১৫. পারিবারিক সহিংসতার শিকার হলে: নিশ্চয়ই তার দোষ ছিল।
এসব নিয়ে চিন্তা করলে...
এ দুনিয়ায় নারী হওয়া খুব সহজ নয়।
দয়া করে নারীদের শ্রদ্ধা করুন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.