পরিক্রমা ডেস্ক : জানুয়ারিতে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর। দেশের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ঘরোয়া টুর্নামেন্ট সামনে রেখে ইতোমধ্যে অনেক তারকা ক্রিকেটারদের সরাসরি দলে টানা শুরু হয়েছে। শিগগিরই হবে প্লেয়ার্ড ড্রাফটও।
বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ঈসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, ২৩ নভেম্বর প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ। তবে এ নিয়ে আবারও আলোচনা হবে। এরপর ড্রাফটের তারিখ বদলাতেও পারে। এখন পর্যন্ত অবশ্য ২৩ নভেম্বর সামনে রেখেই প্রস্তুতি চলছে।
নির্বাচকরাও ক্রিকেটারদের ক্যাটাগরি চূড়ান্ত করে ফেলেছেন। ইতোমধ্যেই সরাসরি সাইনিংয়ে বেশ কয়েকজন তারকাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে আছেন শোয়েব মালিক, ক্রিস গেইলদের মতো অভিজ্ঞ ও মোহাম্মদ রিজওয়ান-শাহিন শাহ আফ্রিদির মতো সময়ের সেরা তারকারা।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.