বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাঁকে অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আজ রবিবার সকাল পৌনে ৮টায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ওয়ার্ডে (আইসিসিইউ) ভর্তি করা হয়।
বিএসএমএমইউর ভিসি প্রণব কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রবিবার সকাল পৌনে ৮টায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ওয়ার্ডে (আইসিসিইউ) ভর্তি করা হয়।
বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন গণমাধ্যমকে জানান, সকাল সোয়া ৯টার দিকে তাকে এনজিওগ্রাম করানো হয়।
জানা গেছে, আজ ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। সঙ্গে সঙ্গে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার।
সকাল সাড়ে ৭টার দিকে তাকে দ্রুত বিএসএমএমইউতে এনে আইসিইউতে ভর্তি করা হয়। পরে এজিওগ্রামে তাঁর হার্টে ব্লক ধরা পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.