বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নতুন রেকর্ড গড়েছেন জ্যামাইকান ক্রিকেট তারকা ক্রিস গেইল। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড গড়েছেন ৩৯ বছরের এই ক্রিকেটার। আর ওয়ানডেতে সবমিলিয়ে সর্বোচ্চ ক্যাচশিকারীর তালিকায় গেইলের অবস্থান ১৪।
সাউদাম্পটনের রোজ বোলে দক্ষিণ আফ্রিকার ইনিংসের তৃতীয় ওভারে সাজঘরে ফিরেন ওপেনার হাশিম আমলা। বাঁহাতি পেসার শেলডল কটরেলের বলে স্লিপে দাঁড়িয়ে আমলার ক্যাচটি ধরেন গেইল। আর এর মাধ্যমেই ছাড়িয়ে গেছেন সাবেক ক্যারিবীয় কিংবদন্তি কার্ল হুপারকে। ২২৭ ম্যাচে ১২০টি ক্যাচ ধরেছিলেন হুপার। অন্যদিকে ২৮৯তম ম্যাচে ১২১ নম্বর ক্যাচটি ধরেন গেইল। ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ক্যাচশিকারীর তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্রায়ান লারা ক্যাচ ধরেছেন ১১৭টি। এরপরেই আছেন ভিভিয়ান রিচার্ডস (১০০) ও রিচি রিচার্ডসন (৭৫)
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.